প্রকাশিত: Tue, Apr 25, 2023 4:59 PM আপডেট: Tue, Apr 29, 2025 11:28 PM
তেলেঙ্গানায় মুসলিম কোটা তুলে দেওয়ার হুমকি দিয়েছেন অমিত শাহ, নিন্দা জানালেন ওয়াইসি
রাশিদুল ইসলাম: ভারতে ‘মুসলিম সংরক্ষণ’ ইস্যুতে বিজেপিকে কোমরবেঁধে আক্রমণ করলেন আসাসুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, অমিত শাহের বক্তব্য বিদ্বেষমূলক। জাত-পাতের রাজনীতি ছাড়া বিজেপির আর কোনো কাজ নেই। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার তেলেঙ্গানায় এক ভাষণে বলেন, বিজেপি সরকার গঠিত হলে তেলেঙ্গানায় ‘মুসলিম সংরক্ষণ’ বাতিল করা হবে। এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি অমিত শাহর বক্তব্যের সমালোচনা করে জাল এনকাউন্টার, জেল থেকে অপরাধীদের মুক্তি এবং বুলডোজার ইস্যু নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন।
টুইটারে এআইএমআইএম প্রধান লিখেছেন, বিজেপি যা দিতে পারে তা হল জাল এনকাউন্টার, কারফিউ, অপরাধীদের মুক্তি এবং বুলডোজার। এই বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি শাসিত কর্ণাটক সম্প্রতি মুসলমানদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে তেলেঙ্গানায় ক্ষমতাসীন বিআরএস সরকারের সমালোচনা করেছেন, বেশ কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন। তিনি বলেছেন, দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিজেপি লড়াই চালিয়ে যাবে।
হায়দ্রাবাদের কাছে চেভেল্লায় একটি সমাবেশে ভাষণ দিয়ে অমিত শাহ ধর্মভিত্তিক সংরক্ষণের সমালোচনা করেন এবং সেগুলিকে “অসাংবিধানিক” বলে অভিহিত করেন। তিনি বলেন, তেলেঙ্গানায় দল ক্ষমতায় এলে, চাকরি, শিক্ষায় মুসলিমদের জন্য বরাদ্দ চার শতাংশ সংরক্ষণ তুলে দেবে।
অমিত শাহ আরও বলেন, আমরা মজলিসবাদীদের ভয় পাই না। তেলেঙ্গানায় এমন কোনও সরকার আমরা তৈরি হতে দেব না যার স্টিয়ারিং ওয়াইসির হাতে থাকবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন
[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন
[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
[১]আদম তমিজী হককে আরারও রিহ্যাব সেন্টারে পাঠালো ডিবি
[১]পদ্মা নদীকে বালু খেকোদের কবল হতে রক্ষা করতে কঠোর অবস্থানে নাজিরগঞ্জ নৌপুলিশ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন

[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন

[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
